Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তারাকান্দায় জাহানারা হত্যাকান্ডে অভিযুক্ত ৭ আসামী গ্রেফতার

তারাকান্দা(ময়মনসিংহ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ৩:৫৬ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় জাহানারা হত্যা মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল হত্যাকান্ড সংগঠনের ৩ ঘন্টার মধ্যেই বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে এই সাত আসামীকে গ্রেফতার করে থানা পুলিশের সদস্যরা।

গ্রেফতারকৃত আসামীরা হলেন বাহেলা গ্রামের মোঃসিদ্দিক খাঁ-র পুত্র রাসেল মিয়া(২৫),মৃত ঈমান হোসেন এর পুত্র মোঃমোবারক(২৫),মৃত লাল হোসেন খাঁ-র পুত্র নিহতের ভাসুর মোঃ সিদ্দিক খাঁ(৫০),মৃত সুরুজ আলীর পুত্র মোঃ আঃবারেক,নূরুল আমিনের পুত্র খাইরুল ইসলাম(২২) ও সুজন মিয়া (২৬),মৃত আঃ হেকিমের পুত্র নূরুল আমিন(৫৫)।

জানাযায়,গতকাল ১৭ মে মঙ্গলবার উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামে সকাল ১১.৩০ টায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুইভাই ইদ্রিস আলী এবং সিদ্দিক মিয়া গংদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে মারা যান ইদ্রিস আলীর স্ত্রী জাহানারা(৪৫)।

এ বিষয়ে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান,গতকাল হত্যাকান্ড সংগঠনের পর নিহতের স্বামী ইদ্রিস আলী বাদি হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।যাতে গ্রেফতারকৃতসহ মোট ১১ জনকে আসামী করা হয়েছে।তারাকান্দা থানা মামলানং-১১ তারিখ ১৮/৫/২০২২।আসামীদের মধ্যে ৭ জনকে আমার নির্দেশে হত্যাকান্ড সংগঠনের ৩ ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে থানা পুলিশের সদস্যরা।আজ বুধবার আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ