Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানসিক ভারসাম্যহীনদের প্রতি দৃষ্টি দিন

আবু সুফিয়ান সরকার শুভ | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০৪ এএম

মানুষ তার স্ব-বুদ্ধিমত্তার জন্য অন্যান্য জীব থেকে আলাদা। এ সর্বশ্রেষ্ঠ জীব ও কোন কোন কারণে তার বুদ্ধিমত্তা হারিয়ে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে যাদের আমরা পাগল বলে আখ্যায়িত করে থাকি। রিলেশনশিপ এ ব্যার্থতা, প্রিয়জন হারানোর ব্যাথা, অতিরিক্ত নেশায় আসক্ত, অতিরিক্ত মানসিক চাপ, দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে মানুষ এমন পরিস্থিতে পতিত হয়। মানসিক ভারসাম্যহীনদের সমাজের বোঝা স্বরূপ মনে করা হয়। হাত, পা, শরীর সব স্বাভাবিক মানুষের মতো হলেও তাদের বুদ্ধিমত্তার জন্য তাদের অবস্থান কোনো জঙ্গলের পাশে, রাস্তার ধারে কিংবা রুমের ভেতর শেকল বন্দি। আলাদা প্লেটে ভাত, তরকারি আছে কি নাই কিংবা না খেয়ে পারি দিতে হয়। মানুষ হিসেবে জন্ম নিলে তাঁর বেঁচে থাকার অধিকার আছে। দেশ, সমাজ পরিবারের নিকট দায়বদ্ধতা আছে। দেশে শারীরিক যে কোনো ত্রæটির জন্য সহজে আমরা যে কোন মেডিকেল সেন্টারে যেতে পারি কিন্তু মানসিক সুস্থতার কোন পরিবেশ না পেয়ে আজ রাস্তার পাশের বন জঙ্গলের মাঝে, পাকে সহ বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীনদের অবস্থান। দেশের সরকার কিংবা দেশের সচেতন নাগরিক কিংবা বিভিন্ন সংস্থার উচিত, দেশে শারিরীক চিকিৎসার মতো মানসিক চিকিৎসার ব্যবস্থা করা। প্রয়োজনে বিভিন্ন স্থানে সেমিনারসহ সচেতনামূলক পদক্ষেপ গ্রহণ করে মানুষকে সচেতন করা। প্রয়োজন মানসিক ভারসাম্যহীনের সমাজে ন্যূনতম বাঁচার অধিকার টুকু নিশ্চিত করা।

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন