মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ ইরাকের এরিদু শহরের একটি পুরাতাত্ত্বিক এলাকা থেকে ১২টি পাথর ও প্রাচীন পাত্রের ভাঙা অংশ নিজের দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন অবসরপ্রাপ্ত এক ব্রিটিশ ভূতত্ত্ববিদ। সেই অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে তাকে। একই ভবিতব্য হয়েছে এক জন জার্মান পর্যটকেরও।
সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত ৬৬ বছর বয়সি ভূতত্ত্ববিদের নাম জিম ফিটন। তিনি ও ফলকার ওয়াল্ডমান নামের এক জার্মান পর্যটক একটি পুরাতাত্ত্বিক ও ভূবৈজ্ঞানিক সফরে এসেছিলেন। সেখান থেকে এই সমস্ত জিনিস সংগ্রহ করন তারা।
গত ২০ মার্চ দেশে ফেরার সময়ে বিমানবন্দরে ধরা পড়েন দু’জনে। বন্দি করা হয় তাদের। গত ১৫ মে তাদের মামলার শুনানি হয়। বিচারকের সামনে তারা জানিয়েছেন, তারা ইরাকের আইন সম্পর্কে অবগত ছিলেন না। নিতান্ত উপহার হিসাবে পাথর ও ভাঙা পাত্রের অংশ সংগ্রহ করেছিলেন।
ফিটন ও ওয়াল্ডমানের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন মানবাধিকারকর্মীরা। সূত্র: এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।