Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের একটি বিলে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ ২ জন : চলছে উদ্ধার অভিযান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ২:০৯ পিএম

পানির প্রবল স্রোত আর ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় সিলেটে নিখোঁজ হয়েছেন দু’জন। গতকাল রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলায় খারইল বিলের মধ্যবর্তীস্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে। আজ সোমবার (১৬ মে) সকাল থেকে ডুবুরি দল খারইল বিলের একাধিক স্থানে নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা চালিয়ে যাচ্ছে। তবে নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন দুইজন। তারা রায়েরগাঁও থেকে কালারুকা যাচ্ছিলেন। নিখোঁজরা হলেন- পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর পুত্র আছকন্দর আলী ও রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর পুত্র রজাখ আলী। বিষয়টি নিশ্চিত করেছেন নদীতে অভিযানকারী ডুবুরী দলের টিম প্রধান শহীদুল ইসলাম। তিনি জানান, সোমবার সকাল ৭টা ডুবুরী দলের ৩ সদস্য উদ্ধার অভিযান পরিচালনা করে যাচ্ছের। কিন্তু নিখোঁজদের এখনও কোন সন্ধান মেলেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ