Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে জৈব অস্ত্রের তদন্তে জাতিসংঘকে আহ্বান রাশিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ৫:১০ পিএম

রাশিয়া আন্তর্জাতিক চুক্তির অংশ হিসাবে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরি ও গবেষণা কার্যকলাপের তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) উপকরণ জমা দিতে চায়।

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া শুক্রবার ইউএনএসসি বৈঠকে বলেছিলেন যে, রাশিয়া ইউক্রেনে মার্কিন জৈব গবেষণা নিয়ে আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছে। ‘আমরা ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণে উপাদান তৈরি করেছি যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের জৈবিক ও টক্সিন অস্ত্র কনভেনশনের লঙ্ঘনের দিকে নির্দেশ করে৷ আমরা এই উপকরণগুলো সংগ্রহ এবং বিশ্লেষণ চালিয়ে যাচ্ছি।’

‘নমুনা সামগ্রী সংগ্রহের কাজ শেষ হওয়ার সাথে সাথে, আমরা তদন্তের জন্য সেগুলি কাউন্সিলে জমা দেব,’ নেবেনজিয়া বলেছেন, ‘আমরা আশা করি যে, এটি স্থায়ীভাবে সামরিক জৈবিক কার্যকলাপ বন্ধ করা সম্ভব করবে যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং অপরাধীদের জবাবদিহি করতে পারে।’

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে। দেশটির দাবি, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে রাশিয়া। ষড়যন্ত্রের তত্ত্ব ছড়াতে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করছে বলেও অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ