Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরচ্যারিতে এক রৌপ্য দুই ব্রোঞ্জ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ৮:৪৮ পিএম

এশিয়া কাপ আরচ্যারিতে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের আরচ্যাররা। মঙ্গলবার ইরাকের সোলায়মানিয়ায় অনুষ্ঠিত আসরের পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ ২২৪-২১৮ পয়েন্টে হেরে যান মোহাম্মদ আশিকুজ্জামান, রহমান মিতু ও রাকিব নেওয়াজ আহমেদরা। নারী কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশ ছিল ব্রোঞ্জের লড়াইয়ে। স্বাগতিক ইরাককে ১৯০-১৭৭ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের বন্যা আক্তার, শ্যামলী রায় ও সোমা বিশ্বাস। কম্পাউন্ড নারী এককের ব্রোঞ্জ লড়াইয়ে বাংলাদেশের শ্যামলী রায় ১৪০-১৩৪ পয়েন্টে স্বদেশি সোমা বিশ্বাসকে হারিয়ে পদক জিতে নেন। বুধবার টুর্নামেন্টের শেষ দিন। এদিন রিকার্ভ ব্যক্তিগত ও দলগত ইভেন্টের সকল পদক নিষ্পত্তির পাশাপাশি কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণের লড়াইয়ে নামবে লাল-সবুজরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ