Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

পানির বদলে শিক্ষার্থীদের খেতে দেয়া হল স্যানিটাইজার!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ৫:৪৮ পিএম

পানি ভেবে স্যানিটাইজার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েক জন শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে জাপানের ইয়ামনশির একটি স্কুলে।

পুলিশ সূত্রে খবর, ওই স্কুলে ৫ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নিয়েছিল বহু শিক্ষার্থী। প্রতিযোগিতার জন্য যে পথে তাদের হাঁটার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে কিছু দূর অন্তর প্রতিযোগীদের জন্য জলের ব্যবস্থা করেছিলেন স্কুল কর্তৃপক্ষ।

কিন্তু পানির সেই কাউন্টারগুলির মধ্যে একটিতে পানির বদলে স্যানিটাইজার রেখে দেয়া হয় কাপে। আর সেগুলি পানি ভেবে পান করে বেশ কয়েক জন শিক্ষার্থী। স্যানিটাইজার খাওয়ার পরই হাঁটার মাঝে অসুস্থ বোধ করতে শুরু করে শিক্ষার্থী। বমিও করতে থাকে তারা। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, শিক্ষার্থীরা পানি ভেবে স্যানিটাইজার খেয়ে ফেলেছে।

এর পরই বিষয়টি নিয়ে হুলস্থুল পড়ে যায়। কী ভাবে পানির বদলে স্যানিটাইজার রাখা হল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ইয়ামনশির গভর্নর কোতারো নাগাসাকি। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ