মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি। দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে পদত্যাগ করলেও সরকারবিরোধী বিক্ষোভ চলছেই। এ প্রেক্ষাপটে দেশটি ভ্রমণে এবং দেশটির অভ্যন্তরে চলাফেরায় সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। শ্রীলঙ্কায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছেঃ
"এমনকি শান্তিপূর্ণ উদ্দেশ্যে করা বিক্ষোভগুলো সংঘর্ষের দিকে যেতে পারে এবং সম্ভবত সহিংসতায় রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের কর্মীদের বিক্ষোভ এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে।"
সউদী গ্যাজেট-এর এক প্রতিবেদনে বলা হয়ঃ শ্রীলঙ্কায় সউদী আরবের দূতাবাস সহিংস বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতার পর দেশব্যাপী কারফিউ এর কারণে দ্বীপরাষ্ট্রটিতে ভ্রমণ স্থগিত করার জন্য নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে। দূতাবাস সোমবার এক বিবৃতিতে বলেছে, শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা করা নাগরিকদের তাদের পরিকল্পনা আপাতত স্থগিত করা উচিত।"
কাতারের ইংরেজি দৈনিক দ্য পেনিনসুলা জানিয়েছেঃ কলম্বোতে অবস্থিত কাতারের দূতাবাস শ্রীলঙ্কায় নিজেদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে, দেশটির বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সমাবেশের জায়গা থেকে দূরে থাকতে এবং সহায়তার প্রয়োজন হলে জরুরি নম্বরে দূতাবাসের সাথে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।