Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও চলছে সহিংসতা, এমপিসহ নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ৮:১০ পিএম

প্রায় ২০ বছর ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে প্রাধান্য বিস্তারকারী মহিন্দা রাজাপাকসা যুগের অবসান হয়েছে। নজিরবিহীন বিক্ষোভের মুখে শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসা পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের পরও শ্রীলঙ্কার পরিস্থিতি শান্ত হয়নি। আজ সোমবার সকাল থেকেই দ্বীপ দেশটিতে সহিংসতা বাড়ছে। এতে একজন এমপিসহ তিনজন নিহত এবং দেড় শতাধিক লোক আহত হয়েছেন। সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। নিহত এমপি সরকার দলের সদস্য।
শ্রীলঙ্কায় গণরোষের মুখে পড়ে মৃত্যু হয়েছে শাসক দলের এক এমপির। সোমবার বিকেলে মাহিন্দা রাজাপাকসার ইস্তফার পর তার সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। বিক্ষোভকারীদের হঠাতে তাদের লক্ষ্য করে গুলি চালানোর ঘণ্টা খানেক পরেই তার লাশ পাওয়া যায় বিক্ষোভস্থল থেকে।
শ্রীলঙ্কার ওই আইনসভার সদস্যের নাম অমরকীর্তি আতুকোহালা। তিনি দেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী রাজাপাসারই দলের সদস্য। সোমবার রাজাপক্ষে আচমকা তার ইস্তফার কথা ঘোষণা করার পর তার সমর্থকেরা বিক্ষোভ পদর্শন করতে অস্ত্র নিয়ে পথে নামে। নিত্তমবুয়ায় তার গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বিক্ষোভকারীরা। সূত্রের খবর, গাড়ি আটকে যাওয়ায় ক্ষিপ্ত অমরকীর্তি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। তার কিছুক্ষণ পর তাকে কাছেই একটি বাড়িতে আশ্রয় খুঁজতে দেখা যায়। পরে সেখানেই পাওয়া যায় তার প্রাণহীন লাশ।
সোমবার মহিন্দা রাজাপাকসার দফতর থেকে জানানো হয়, একটি অন্তর্র্বতী ঐক্য সরকার গঠনের লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন। তিনি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসার কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। গোতাবায়া হলেন তার ছোট ভাই।
মহিন্দা রাজাপাকসার মুখপাত্র রোহান বিলিবিতা বলেন, 'নতুন জাতীয় ঐক্য' সরকার গঠনের লক্ষ্যে ৭৮ বছর বয়স্ক মহিন্দা রাজাপাকসা পদত্যাগ করেছেন।
মহিন্দার পদত্যাগের ঘোষণার কয়েক ঘণ্টা আগে সরকার দলীয় সমর্থকেরা রাজধানী কলম্বোয় বিক্ষোভকারীদের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে হামলা চালায়। পুলিশ কাঁদানে গ্যাস ও পানি কামান ব্যবহার করে তাদের তাড়িয়ে দেয়। তবে ওই হামলার সময় একজন এমপিসহ অন্তত তিনজন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়।
এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়েছিল। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে ‘অর্থনৈতিক ভাবে দেউলিয়া’ ঘোষণা করে। তারপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপাকসার ইস্তফার দাবি জোরদার হয়েছিল এই দ্বীপ রাষ্ট্রে।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা ও তার ভাই প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসার পদত্যাগ দাবি করে আসছিল।
তবে কলম্বো থেকে আলজাজিরার মিনেলে ফারনানদেজ বলেন, মহিন্দা রাজাপাকসার পদত্যাগে বিক্ষোভকারীরা শান্ত হবে বলে মনে হচ্ছে না। তারা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসার পদত্যাগের দাবিতে অনড় রয়েছে।
গত মাসে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে। তারপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপাকসার ইস্তফার দাবি জোরদার হয়েছিল এই দ্বীপরাষ্ট্রে। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ১৯৪৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে দেশটি কখনো এমন ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েনি।

আন্তর্জাতিক ঋণ এবং সুদ মেটাতে চলতি বছরের মধ্যে অন্তত ৬৯০ কোটি ডলার ব্যয় করার কথা শ্রীলঙ্কার। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানি, কৃষিক্ষেত্রে সারের মতো একাধিক পণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে চলে যায়। মাসের পর মাস এই অবস্থার বিরুদ্ধে দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন শুরু করে শ্রীলঙ্কার আমজনতা। ট্রেড ইউনিয়নগুলোর সাথে আন্দোলনে সামিল হয় কলকারখানায় লাখ লাখ কর্মী, গণপরিবহণ ব্যবস্থার সাথে যুক্ত কর্মীরাও। সূত্র : বিবিসি, আল জাজিরা, আনন্দবাজার পত্রিকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ