মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল (রোববার) ইরান সফর করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ি ও প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির সঙ্গে বৈঠক করেছেন।
খামেনেয়ি বৈঠকে বলেছেন, তিনি আশা করেন সিরিয়া যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় সাফল্য অর্জন করবে। দু’দেশের সম্পর্ক জোরদার করার আহবান জানিয়েছেন তিনি।
বৈঠকে রাইসি বলেন, সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সবার সম্মান করা উচিত। বিদেশি দখলদারিত্ব থেকে সিরিয়ার ভূমি মুক্ত করা প্রয়োজন।
সিরিয়াকে সমর্থনের জন্য ইরানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাশার। তিনি বলেন, সিরিয়া নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক। সূত্র: আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।