Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিয়ে প্রতারক সহ দুই সহযোগী আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ৫:১৩ পিএম

যশোরে বিয়ের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৮ মে) ভোর রাতে যশোর সদরের নরেন্দ্রপুর থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন মণিরামপুর উপজেলার মুনসেফপুর গ্রামের আফসার গাজীর ছেলে চক্রের মূলহোতা মিজানুর রহমান গাজী (৩৫) এবং তার দুই সহযোগী ইব্রাহিম ওরফে খেদাপাড়া মাঝিয়ালি গ্রামের বাবুর ছেলে কালু ঘটক (৪৫) ও হরিদাসকাটি গ্রামের মুনসুর গাজীর ছেলে মকবুল গাজী (৪০)।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর বিএম আলমগীর হোসেন বলেন, ওই চক্রটি গ্রামাঞ্চলে বিত্তশালীদের বিবাহযোগ্য মেয়েদের খুঁজে বের করতো। এরপর তাদের মোবাইল ফোনে ম্যানেজ করে পরিবারের সঙ্গে সম্পর্ক করতেন মিজানুর গাজী। তিনি কখনও নিজেকে সেনা সদস্য, কখন বিজিবি, কখনও পুলিশ আবার কখনও ব্যবসায়ী পরিচয় দিতেন। মোবাইল ফোনে আলোচনা করে বিয়ে প্রায় ঠিকঠাক, এমন সময় বিপদে পড়েছেন’, ‘অনেক বড় ক্ষতি হয়ে যাবে’ বলে যার কাছ থেকে যা পারতেন নগদ টাকা হাতিয়ে নিতেন। প্রতারণার এসব কাজে সহযোগিতা করতেন কালু ঘটক ও মকবুল।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, চক্রটি এ পর্যন্ত ২৪-২৫টি পরিবারের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। সর্বশেষ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রাম থেকে এক পরিবারের কাছ একই কায়দায় টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ