মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কয়ারে মহড়া দিল তাপভিত্তিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র। পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন গা শিহরিত হওয়ার মতো সতর্কবার্তা দিচ্ছেন, তখন এসব অস্ত্রের মহড়া যে কাউকে ভাবিয়ে তুলবে। সোমবার বিজয় দিবসের প্যারেড উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ সময়কে সামনে রেখে বিশ্ববাসীকে আরএস-২৪ ইয়ারস ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শনিবার প্যারেড করেছে রেড স্কয়ারে। এই ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে বহন করতে পারে ১০টি পারমাণবিক অস্ত্র।
আন্তঃমহাদেশীয় এই অস্ত্রটির ওজন ৪৯.৬ টন। ঘন্টায় ২৪ হাজার ৫০০ কিলোমিটার বেগে ছুটতে পারে তা। আর পাল্লা ১২ হাজার কিলোমিটার। এর অর্থ হলো উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র লন্ডন বা নিউ ইয়র্কে আঘাত করতে সক্ষম। ১৬ চাকা বিশিষ্ট একটি যানে করে তা রিহার্সেলে অংশ নেয়। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
এতে আরও বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জনকে বার্ষিক ভিত্তিতে বিজয় দিবস হিসেবে পালন করে রাশিয়া
এ বছর সোমবার ওই দিনটি পালন করা হবে। এ সময় ইউক্রেন যুদ্ধে বড় বিজয় দাবি করতে পারেন পুতিন। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হামলা বৃদ্ধির আশঙ্কা করছেন বোদ্ধারা। শনিবারের রিহার্সেলে অংশ নেয় বেশ কিছু ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র। এতে অংশ নেন বেশ কিছু টগবগে তরুণ সেনা ও সার্ভিসওম্যান। তারা রাশিয়ার পতাকা দুলিয়ে, স্যালুট দিয়ে চলে যান। ইংরেজি অক্ষর ‘জেড’ আকার তৈরি করে উড়ে যায় আটটি মিগ-২৯ যুদ্ধবিমান। এর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান প্রকাশ করতে চেয়েছেন পুতিন। সূত্র : ডেইলি মেইল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।