মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে বিশ্বজুড়ে যে পরিমাণ মানুষ মারা গিয়েছেন তা নিয়ে সর্বশেষ একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ যাবতকাল এই মহামারিতে বিশ্বে প্রকৃতপক্ষে কি পরিমাণ মানুষ মারা গেছেন তার সবচেয়ে বিস্তৃত এবং সমন্বিত রিপোর্ট বলে মনে করা হয় এটাকে। এতে বলা হয়েছে, করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা সরকারি ডাটা অনুযায়ী যা, প্রকৃতপক্ষে মৃতের সংখ্যা তার প্রায় তিনগুন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই রিপোর্টে ভারতের দিকে বিশেষ করে জোর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, যেসব মৃত্যু গণনা করা হয়নি, তার প্রায় অর্ধেক ভারতের। এতে বলা হয়েছে, সেখানে ৪৭ লাখ মানুষ মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ২০২১ সালের মে-জুনে করোনার ভয়ঙ্কর বাড়বাড়ন্তের সময়। তবে ভারত সরকারের হিসাবে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর সময়ের মধ্যে এই মৃতের সংখ্যা প্রায় চার লাখ ৮০ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এ সপ্তাহে ভারত যে নতুন ডাটা দিয়েছে তা তারা পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করে দেখেনি তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য প্রকাশ করার পর ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সংশ্লিষ্ট বিষয়ে মতামত ছাড়াই এই রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।