মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার চূড়ান্ত প্রতিক্রিয়া প্রদর্শনের পরিকল্পনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার কিয়েভ সমর্থক দেশগুলোতে কাঁচামাল রপ্তানি বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ মে) রুশ প্রেসিডেন্ট সাক্ষরিত এক ডিক্রিতে জানা যায়, ইউক্রেনের সমর্থক ব্যক্তি এবং সংস্থাগুলোর কাছে পণ্য এবং কাঁচামাল রপ্তানি নিষিদ্ধ করার নীতি প্রণয়নের আদেশ দেয়া হয়েছে। ১০ দিনের মধ্যে এ সংক্রান্ত একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। খবর রয়টার্স।
সম্পদের স্থানান্তর, বাণিজ্য পুনর্গঠন এবং সুযোগ বুঝে পাল্টা নিষেধাজ্ঞার পথে হাঁটছেন ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট সাক্ষরিত ডিক্রিটিকে ইতোমধ্যে অনুমোদন করেছে ক্রেমলিন। ফলে রাশিয়ার সাথে কোনও দেশের পণ্য আমদানি চুক্তি বলবৎ থাকলেও তা বাতিল করা হবে। প্রয়োজনে আরও নিষেধাজ্ঞা জারি করা হবে জানিয়েছে ডিক্রিটি।
ডিক্রিটিকে কিছু বিদেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার অবন্ধুত্বপূর্ণ কর্মের বিপরীতে প্রতিশোধমূলক ‘বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা’ হিসেবে অভিহিত করা হয়েছে। এর ফলে বৈশ্বিক পণ্য বাজার জুড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে।
কার্নেগি মস্কো সেন্টারের অনাবাসিক বিশেষজ্ঞ তাতিয়ানা স্ট্যানোভায়া বলেছেন, ‘এটি একটি ফ্রেমওয়ার্ক ডিক্রি। এখন সব নির্দিষ্ট তালিকা সরকারের তৈরি করা উচিত। এটিই প্রধান জিনিস এবং আমাদের অপেক্ষা করতে হবে।’
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে দেশটির অর্থনীতি সবচেয়ে বড় সংকোচনের দিকে এগিয়ে চলেছে।
তবে রুশ প্রেসিডেন্টের বিকল্প পরিকল্পনা এবং ঘনিষ্ঠ মিত্র চীনের সাথে বাণিজ্য বৃদ্ধি দেশটিকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার ধকল সামলাতে সাহায্য করছে। ইতোমধ্যে সম্পদের স্থানান্তর, বাণিজ্য পুনর্গঠন এবং সুযোগ বুঝে পাল্টা নিষেধাজ্ঞার পথে হাঁটছেন ভ্লাদিমির পুতিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।