Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে কসাইয়ের চাপাতির কোপে ক্রেতা জখম, আটক ১

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ৪:১১ পিএম

বাগেরহাটে এবার গরুর মাংসের দাম বাড়ানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কসাইয়ের চাপাতির কোপে মোঃ লিটু (৩২) নামের এক ক্রেতা জখম হয়েছেন। সোমবার (২ মে) দুপুরে বাগেরহাট শহর রক্ষা বেরিবাধে মাংস বিক্রির দোকানে এই ঘটনা ঘটে। এসময় কসাইদের মারপিটে আব্দুর রাজ্জাক ও রহমত আলী নামে আরো দুই ক্রেতা আহত হন। আহদের বাড়ি বাগেরহাট শহরতলীর হাড়িখালী গ্রামে। এঘটনায় ইব্রাহিম মোল্লা (২৮) নামের এক কসাইয়ের কর্মচারীকে আটক করেছে পুলিশ। সে শহরের নাগেরবাজার এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, লিটু শেখসহ ওই তিন ক্রেতা শহর রক্ষা বেরিবাধে ছুটের মাংসের দোকানে গরুর মাংস কিনতে যান। এসময় তারা সরকার নির্ধারিত মুল্যেই মাংস কিনতে চান। কিন্তু হঠাৎ কাসাইরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ক্রেতারা কিছু বুঝে ওঠার আগেই তাদের মারপিট শুরু করে। পরে ইব্রাহিম মোল্লার চাপাতি দিয়ে মোঃ লিটুর মাথায় কোপ দেয়। এতে তিতি গুরুতর আহত হন। পরে পুলিশ এসে ইব্রাহিম মোল্লাকে আটক করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, কসাইয়ের চাপাতির কোপে এক ক্রেতা আহত হয়েছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিম মোল্লা নামে একজনকে আটক করেছে। এবিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে জখম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ