Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না.গ‌ঞ্জের কিছু স্থা‌নে এক দিন আ‌গেই উৎযা‌পিত হ‌চ্ছে ঈদ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ২:৩৬ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে।
ফতুল্লার লামাপাড়া এলাকায় সোমবার (২ মে) সকাল পৌনে ১০টায় হযরত শাহসুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা মসজিদে নামাজ আদায় করেন।
চট্টগ্রামের ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদ জামাতে অংশ নেন।
জামাতে ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ।
জামাতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
হযরত শাহসুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মসজিদে মাদ্রাসার সভাপতি মোরশের্দ আলী জানান,পৃথিবীর কোন প্রান্তে ঈদের চাঁদ দেখা গেলে ঈদ উৎযাপন করি। ১৯৯৭ সাল থেকে নারায়ণগঞ্জে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।এদিকে, নামাজকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ