Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশু‌ ধর্ষণ মামলার প্রধান আসা‌মিসহ দুইজন‌ গ্রেফতার

শেরপুর প্রতিনিধি | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ২:৩৫ পিএম

শেরপুরের শ্রীবরদীর বকচর কন্টিপাড়া এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসা‌মি এমাজ উদ্দিন ও ধর্ষণে সহ‌যো‌গিতা করায় তার ভাই আল আ‌মিনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার সন্ধ্যায় পৃথক অ‌ভিযা‌নে তা‌দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওই এলাকার সুরুজ মন্ড‌লের ছে‌লে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, পৃথক অ‌ভিযা‌নে ঢাকার গাজীপু‌রের বাসন থানার নাও‌জোর এলাকা থে‌কে মামলার পাঁচ নাম্বার আসা‌মি আল আ‌মিন ও ঢাকা থেকে ধাওয়া করতে করতে আসা ডিবি পুলিশের সহযোগিতায় শেরপুর নিউ মা‌র্কেট এলাকা থে‌কে প্রধান আসা‌মি এমাজ উ‌দ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত‌দের আদাল‌তে স‌পোর্দ ক‌রা হ‌বে। এ ঘটনায় বাকী আসামিদের ধরতে পুলিশের কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে।

এর আ‌গে, গত ২২ এপ্রিল শুক্রবার সেলাই করতে দেয়া নতুন জামা আনতে যায়। এসময় এমাজ উদ্দিন ওই শিশুকে কৌশলে ডেকে নিয়ে তার বসতঘ‌রে ধর্ষণ ক‌রে। প‌রে ২৪ এপ্রিল রোববার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পাঁচজনের নামে মামলা ক‌রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ