Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রীদের থেকে বাড়তি ভাড়া না নেওয়ার আহ্বান কাদেরের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ২:১০ পিএম

ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এই আহ্বান জানান তিনি।

প্রতিবছর ঈদের সময় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে কারও কারও দণ্ড হলেও থামানো যায় না অতিরিক্ত ভাড়া আদায়।

সকালে গাবতলি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিক ও শ্রমিকদের আহ্বান জানান সেতুমন্ত্রী।

এ সময় এবারের ঈদযাত্রায় সড়ক-মহাসড়কের অবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় ভালো বলে মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী।

পথে পথে যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সেদিকে কঠোরভাবে নজর দিতে বিআরটিএ ও আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন।'

সেতুমন্ত্রী বলেন, পরিবহন চালকরা সচেতন হলে নগরবাসীর ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। প্রত্যেকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে ঈদযাত্রা সন্তোষজনক হবে।

সরকার পতনে বিএনপি মহাসচিবের আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘দেখতে দেখতে ১৩ বছর হলো, বিএনপির আন্দোলন হবে কোন বছর?'

বিএনপিকে দিশেহারা পথিকের সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দিশেহারা পথিক পথ হারালে যা হয় বিএনপির অবস্থা তাই। তারা যে কী চায়, নিজেরাও জানে না। লেজেগোবরে ঐক্য কখনো জাতীয় ঐক্য হতে পারে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের

৭ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ