Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টারনেট ডাটার মেয়াদ এখন এক বছর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ইন্টারনেটের ডাটা প্যাকেজের মেয়াদ নিয়ে অসন্তোষ ছিল গ্রাহকদের মধ্যে। দীর্ঘদিন ধরে দাবি ছিল ডাটার মেয়াদ অনির্দিষ্ট করার। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত¡ মোবাইল ফোন অপারেটর টেলিটক তাদের ইন্টারনেট ডাটার মেয়াদ অনির্দিষ্ট মেয়াদে ঘোষণা করে। এবার তাদের সাথে একই পথে হাটলো অন্য অপারেটরগুলোও। ইন্টারনেট ডেটা প্যাকেজ অল্প কয়েক দিনে শেষ করার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে ডেটার মেয়াদ বাড়াচ্ছে মোবাইলফোন অপারেটরগুলো। মেয়াদ এক বছর পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে বিটিআরসি। গতকাল বৃহস্পতিবার নতুন এ ডেটা প্যাকেজগুলোর উদ্বোধন করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)।

এ ক্ষেত্রে মোবাইল ফোন অপারেটরগুলো দুই ধরনের সেবা চালু করছে- আনলিমিটেড (মেয়াদবিহীন) ডেটা প্যাকেজ ও নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজ। ডেটা প্যাকেজগুলোকে মেয়াদবিহীন বলা হলেও এগুলোর মেয়াদ মূলত এক বছর পর্যন্ত। বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এসব প্যাকেজের উদ্বোধন করেন। নির্ধারিত কয়েকটি প্যাকেজসহ নতুন সেবার নানা দিক তুলে ধরেন বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

মেয়াদবিহীন (এক বছর) ডেটা প্যাকেজের মধ্যে রয়েছে গ্রামীণফোনের ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবির প্যাকেজ। রবির ৩১৯ টাকায় ১০ জিবির প্যাক। বাংলালিংকের ৩০৬ টাকায় ৫ জিবির প্যাকেজ। টেলিটকের রয়েছে দুটি বার্ষিক অফার- ৩০৯ টাকায় ২৬ জিবি, ১২৭ টাকায় ৬ জিবি।
আর নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের মধ্যে রয়েছে গ্রামীণফোনের ৩৯৯ টাকার (দৈনিক ১ জিবি পর্যন্ত) ও ৬৪৯ টাকার (দৈনিক ২ জিবি পর্যন্ত) প্যাকেজ। গ্রামীণফোনের ৩৬৫ দিনেরও (প্রতিদিন ১ জিবি পর্যন্ত) প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রবির ৩০ দিন (দৈনিক সর্বোচ্চ ২ জিবি), বাংলালিংকের ৩০ দিনের (দৈনিক সর্বোচ্চ ২ জিবি) প্যাকেজ রয়েছে। টেলিটকের ৩০ দিনের চারটি প্যাকেজ রয়েছে, এগুলোর ব্যবহার দৈনিক যথাক্রমে ১, ২, ৩ ও ৫ জিবি পর্যন্ত।

শেষের প্যাকেজগুলোর কোনো মূল্য সংবাদ সম্মেলনে জানানো হয়নি। ৩১ মের মধ্যে এসব প্যাকেজ চালুর নির্দেশনা দিয়েছে বিটিআরসি। মো. নাসিম পারভেজ বলেন, এটি শুধু ডেটা সেবা প্রদানের একটি বিশেষ প্যাকেজ। এর অধীন কোনো অফার (ভয়েজ, এসএমএস, সোশ্যাল প্যাক) থাকবে না। তবে আগে মেয়াদ শেষ হওয়ার সময় ডেটা উদ্বৃত্ত থাকলে কিছু ক্ষেত্রে ডেটা ফরোয়ার্ডের (ডেটা ফেরত) সুবিধা থাকলেও নতুন প্যাকেজে সেটা থাকছে না।

প্যাকেজের নামকরণে আনলিমিটেড ও মেয়াদবিহীন শব্দগুলো থাকলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে সর্বোচ্চ মেয়াদকাল ১ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানান মো. নাসিম পারভেজ। তিনি বলেন, নির্দিষ্ট মেয়াদে ডেটা থাকলে তা অপচয় হওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘ মেয়াদে ব্যবহারের সুযোগ থাকলে এ সমস্যা হবে না।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নিলে ব্যবহারের স্বাধীনতা থাকে। ইন্টারনেট ব্যবহারে জনগণের স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু সেবা স¤প্রসারণ নয়, গুণগত মান ঠিক করতে হবে। বর্তমান সেবায় মানুষ সন্তুষ্ট নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বিটিআরসি কখনো অপারেটরদের পক্ষে ছিল না, থাকবে না। জনগণ হচ্ছে বিটিআরসির সর্বোচ্চ অগ্রাধিকার। মোবাইল ফোন অপারেটরদের প্রতি বিটিআরসি তৃপ্ত না, বিরক্ত। এর পর থেকে সেবার গুণগত মান ঠিক না হলে অপারেটরদের জরিমানা করা হবে। এখন তাদের চাপ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে মহাপরিচালক (স্পেকক্ট্রাম) ব্রিগে. জেনা. মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) আশীষ কুমার কুন্ডু মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মো. মেসবাহুজ্জামানসহ বিভিন্ন মুঠোফোন অপারেটরের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • তুষার ২৯ এপ্রিল, ২০২২, ২:০২ এএম says : 0
    সাথে মিনিট সহ ও ছাড়া উভয়টি করে দেন
    Total Reply(0) Reply
  • Shahjahan Miazi ২৯ এপ্রিল, ২০২২, ৫:১৯ এএম says : 0
    দেশে সরকার আছে, কার্যক্রম নেই,আইন আছে সঠিক প্রয়োগ নেই,মন্ত্রণালয় আছে কিন্তু দায়িত্ববান মন্ত্রী নেই,গোজামিল দিয়েই চলে যাচ্ছে দেশ,এদিকে সল্প আয়ের মানুষ গুলো সর্বশান্ত। ক্ষমতায় বসে ধান্দাবাজি করা ছাড়া যেন আর কোন কাজই নাই এদের।
    Total Reply(0) Reply
  • Jamal Furniture ২৯ এপ্রিল, ২০২২, ৫:২০ এএম says : 0
    এয়াটেলে ২ সেকেন্ট প্রতি কলে বেশি কাটা হয়, ইহার প্রতিকার চায় ।
    Total Reply(0) Reply
  • Jakir Hosain Chowdhury ২৯ এপ্রিল, ২০২২, ৫:২০ এএম says : 0
    ধন্যবাদ মাননীয়া মন্ত্রী সাহেব কে। এই নিয়মে টাকার অপচয় হবে না।
    Total Reply(0) Reply
  • Rashedul Haque Rasel ২৯ এপ্রিল, ২০২২, ৫:২০ এএম says : 0
    সিম কোম্পানি গুলো এসব নিয়ম মানবে না, বরং প্যাকেজের দাম বাড়িয়ে দিবে সিম কোম্পানি গুলো, মাঝখান থেকে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে, গ্রাহকের সুবিধা এই শব্দটা নাটক মাত্র
    Total Reply(0) Reply
  • MD.IMRAN HUSAIN KHAN ২ মে, ২০২২, ৫:৫৪ পিএম says : 0
    ফালতু নিয়ম.
    Total Reply(0) Reply
  • SHEIKH SADDAM ২৯ এপ্রিল, ২০২২, ১২:০৮ পিএম says : 0
    এখন শুধু মেয়াদ বিক্রির পাল্লা চলবে। চোরকে ধর্মের কথা শুনিয়ে লাভ নেই। যেখানে 699 টাকায় 40 জিবি দিত সেখানে 1099 টাকায় 15 জিবি এক বছর কীভাবে সম্ভব কোন যুক্তিতে আসেনা। 15gb 15 দিনে শেষ এক বছর কিভাবে নিবে।
    Total Reply(0) Reply
  • AMIT BISWAS ২৯ এপ্রিল, ২০২২, ১২:২৭ পিএম says : 0
    নিরবিচ্ছিন্ন মাসিক প্যাকেজ হলো কি করে যেখানে লিমিটেশন থাকে? নিরবচ্ছিন্ন মানে নিরবিচ্ছিন্ন৷ নিরবিচ্ছিন্ন মানে অন্য কিছু না৷ কৌতুক করা বাদ দিতে হবে৷
    Total Reply(0) Reply
  • Amirswapan ২৯ এপ্রিল, ২০২২, ২:৩৩ পিএম says : 0
    মিনিট ও টাকার মেয়াদ একই ধরন করার অনুরোধ,মাননীয় মন্ত্রী মহোদয় বরাবর।কেননা দেশের সকলেরইমনের কথাএটা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টারনেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ