মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টুইটারের পর এবার কোকা কোলার দিকে নজর মার্কিন ধনকুবের এলন মাস্কের। নরম পানীয়র সংস্থা কিনে নেয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। সঙ্গে জানালেন, কোকা কোলায় ফের কোকেন মেশাবেন। স্বাভাবিকভাবেই ধনকুবেরের এমন মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঠিক কী লিখেছেন মার্কিন ধনকুবের? টুইটার হ্যান্ডেলে মাস্ক লেখেন, “এর পর আমি কোকা কোলা কিনব। কোকা কোলায় কোকেন মেশাব।” নেটিজেনদের একাংশ বিষয়টিকে নিছক মজা হিসেবে দেখছেন। তবে নেটিজেনদের আরেকটি অংশ ব্যাপারটিকে মোটেও মজা হিসেবে দেখতে রাজি নন।
কারণ, ২০১৭ সালে মজা করেই এলন টুইটারের দাম জানতে চেয়েছিলেন। তখন তাকে নিয়ে ঠাট্টা করেছিল নেটিজেনরা। এর ঠিক ৫ বছরের মাথায় মোটা অংকের বিনিময়ে টুইটার কিনে নিলেন মাস্ক। কোকা কোলার ক্ষেত্রেও তেমন হবে না তো, উঠছে প্রশ্ন। যদিও কোমল পানীয় সংস্থার দাম এলন মাস্কের বর্তমান সম্পত্তির কয়েক গুণ।
ধনকুবের এলন মাস্ক আর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের ধারাবাহিক থ্রিলার! দুমদাম বাঁক নিচ্ছিল কাহিনি। কিছুদিন আগে আচমকা টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন আমেরিকান ধনকুবের মাস্ক। এরপর গোটা টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দেন তিনি। এলনের ভাষায়- ‘অন্তিম এবং সেরা অফার’।
টুইটারের শেয়ার পিছু ৫৪.৪২ ডলার দিতে রাজি হন মাস্ক। ফলে গোটা টুইটারের মূল্য দাঁড়ায় ৪১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় সাড়ে ৪ লাখ কোটি টাকারও বেশি। সেই সময়েই প্রশ্ন উঠছিল, টুইটার কি মাস্কের প্রস্তাব গ্রহণ করবে? সংবাদ সংস্থা সূত্রে খবর, মাস্কের প্রস্তাব গ্রহণ করেছে টুইটার। আর সোমবার রাতেই জানা গেল ৪৩ বিলিয়নের বদলে টুইটারের মালিক হতে চলেছেন মাস্ক। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।