Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুনীর স্তন কর্তনের মুল হোতা হবিগঞ্জের সুমনকে গ্রেফতার করেছে র‌্যাব

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ৬:২৫ পিএম

হবিগঞ্জের মাধবপুরে এক তরণীর স্তনকাটাসহ নৃশংস হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাহবুবুর রহমান ওরফে সুমন মিয়া (২২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে গ্রেপ্তার কওে ওই পাষন্ডকে। গ্রেপ্তারকৃত সুমন মিয়া মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মারুফ মিয়ার পুত্র। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার।
                 জানা যায়, নিজ বাড়িতে গত মঙ্গলবার ভোররাতে হামলার শিকার হন ১৯ বছরের ওই তরুণী। সেহেরির সময় ঘরের বাইরে বের হলে তাকে জাপটে ধরে ছুরিকাঘাত করে স্থানীয় বখাটে যুবক সুমন মিয়া ও তার সঙ্গীরা। মেয়েটির চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয় তাকে। সেখানে চিকিৎসা শেষে গত সোমবার বাড়িতে নেয়া হয়েছে তরুরীকে।

         হামলার ঘটনায় (২৫ এপ্রিল) ছয়জনকে আসামি করে মাধবপুর থানায় মামলা করেন তরুণীর বাবা। তরুণীর বাবা হবিগঞ্জ গ্যাসফিল্ড এলাকায় শ্রমিক হিসেবে কাজ করেন। মা নোয়াপাড়ার একটি পোশাক কারখানার শ্রমিক। হামলার শিকার তরুণী জানান, ফেব্রুয়ারি মাস থেকে আমাকে বিরক্ত করত সে (সুমন)। প্রথমে সে নাম-পরিচয় না দিয়া দরজার সামনে চিঠি রাখত আমার। পরে সে তার ফোন নাম্বার দিয়ে চিঠি রাখত। মোবাইল ফোন ব্যবহার করি না আমি। কয়েক দিন পর আমাকে সরাসরি প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু আমি না করে দিই তাকে। তখন সে আমাকে বলে আমার জীবন নষ্ট করে দেবে। কিন্তু লজ্জায় আমি কাউকে কিছু বলি না। তিনি বলেন, ১৯ তারিখ ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের পাশেই টিউবওয়েলে হাতমুখ ধুতে যাই। মুখ ধুয়ে আসার সময় টিউবওয়েলের কাছেই আমার ওপর হামলা চালায় সুমন। মামলার পর থেকেই পলাতক ছিলেন সুমন।  র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার জানান, অন্যান্য আসামীদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়াও গ্রেপ্তারকৃত সুমন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ