Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় চীনের সাংহাইয়ে রেকর্ড মৃত্যু, আতঙ্কে বেইজিং

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১:১১ পিএম

চীনে নতুন করে সৃষ্টি হয়েছে করোনাভাইরাস সংক্রমণের ঢেউ। সোমবার সাংহাইয়ে করোনায় আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ৫১ জন মারা গেছেন। বেইজিংয়ের সবচেয়ে বড় এলাকা চাওইয়াংয়ে ৩৫ লাখ অধিবাসীকে গণহারে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

চলমান অবস্থায় চীনে আবার কঠোর লকডাউন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর লকডাউন আতঙ্কে মানুষজন বিভিন্ন শপিংমলে ভিড় করছেন। লোকজন জিনিসপত্র কিনতে লম্বা লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন দোকানপাটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সাংহাইয়ে কর্তৃপক্ষ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। টানা চতুর্থ সপ্তাহ কঠোর লকডাউনে রয়েছে শহরটি।

সোমবার কোভিডে সেখানে মারা গেছেন কমপক্ষে ৫১ জন। শহরটিতে বাড়িঘরে যেসব মানুষ অবরুদ্ধ হয়ে আছেন, তাদেরকে খাদ্য সরবরাহ দিতে হিমশিম খাচ্ছে সাংহাই কর্তৃপক্ষ। যারা কোভিডে আক্রান্ত হননি, তারা চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে নানা রকম বিভ্রাটে পড়ছেন। যেভাবে সেখানে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে আগের মতো লকডাউনের আতঙ্ক দেখা দিয়েছে।

বেইজিংয়ের ডাউনটাউনের সবচেয়ে বড় এলাকা চাওইয়াংয়ে বসবাস করেন প্রায় ৩৫ লাখ মানুষ। সোমবার থেকে গণহারে তাদের ও সেখানে কাজের জন্য আশপাশ থেকে যাওয়া লোকজনের করোনা পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। ওই এলাকাটিতে আছে বহু বহুজাতিক প্রতিষ্ঠান ও দূতাবাস।



 

Show all comments
  • Md Sajjadul Ahsan ২৬ এপ্রিল, ২০২২, ৫:১৬ পিএম says : 0
    Everyone need to execute Government Law/ Instruction properly, Need to remember "Safety First" . Pray for Every body Good Health, Long and Peaceful Life. Stay Safety.
    Total Reply(0) Reply
  • Azmir ২৬ এপ্রিল, ২০২২, ২:২২ পিএম says : 0
    everyone keep safe
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ