মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস যুক্তরাষ্ট্র অবরুদ্ধ করে রেখেছে এবং রুশ কূটনীতিকদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।
রুশ সংবাদমাধ্যম আরটি রবিবার এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আনাতোলি আন্তোনোভ এ অভিযোগ করেন।
আনাতোলি আন্তোনোভ বলেন, ‘দূতাবাস মূলত মার্কিন কর্তৃপক্ষের অবরোধের মধ্যে আছে। হিউস্টন ও নিউইয়র্কে আমাদের জেনারেল কনস্যুলেটগুলোর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ব্যাংক অফ আমেরিকা।’
তিনি আরও বলেন, ‘কর্মীরা ফোন ও মেইলে হুমকি পাচ্ছেন। বড় একটি বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য দূতাবাস থেকে বের হওয়ার স্থানটি পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, বিল্ডিংয়ে রং ছোড়া হয়েছে।’
আরটির প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে বিভিন্ন দেশে রাশিয়ার দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। আয়ারল্যান্ডের ডাবলিন, রোমানিয়ার বুখারেস্ট, অস্ট্রিয়া ও লাটভিয়াতে এ ধরনের ঘটনা ঘটেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।