Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বজুড়ে করোনায় মৃত-আক্রান্ত কমেছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১০:৪০ এএম

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ৬২৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৪২ হাজার ২৪৩ জনে।

আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৩৫ হাজার ১১২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৯২ লাখ ২৩ হাজার ৬২৩ জন।

অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত লাখেরও বেশি মানুষ। মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৪৪৯ জন।

এর আগে শনিবার মারা গিয়েছিলেন চার হাজার মানুষ আর আক্রান্ত হয়েছিলেন নয় লাখ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৭৭৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১৮ হাজার ৩১৬ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৫৪৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২২ হাজার ১৯৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৪ লাখ পাঁচ হাজার ৬৫৪ জন। ছয় লাখ ৬২ হাজার ৬৬৩ জন মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ