বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ^রগঞ্জে উপজেলা বিএনপির ইফতার মাহফিলে উপজেলা আ’লীগের একটি অংশ হামলা ভাংচুর চালিয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে ওই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলার সময় বিএনপির ৪/৫জন নেতাকর্মী আহত হয়।
জানা যায়, উপজেলার পৌর সদরের চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। আয়োজনের প্রস্তুতি মুহূর্তে বিকেল ৪টায় উপজেলা আ’লীগের কিছু নেতাকর্মী দেশীয় অ¯্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। ওই সময় ঘটনাস্থলে থাকা কিছু বিএনপির নেতা কর্মী আহত হয়। খবর পেয়ে ঈশ^রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষন পরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়েও হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক একেএম হারুন অর রশিদ বলেন, প্রশাসনকে অবহিত করে ইফতার মাহফিলের আয়োজন করি। আমাদের প্রস্তুুতির শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীরা মাহফিল স্থলে সবে আসতে শুরু করছে এর মধ্যে আওয়ামী’লীগের বিদ্রোহী কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী দেশীয় অ¯্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। ঘটনাস্থলে থাকা আমাদের ৪/৫জন নেতা কর্মী আহত হয়। পরবর্তীতে বিএনপির অস্থায়ী কার্যালয়েও হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।
ঈশ^রগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, হামলা ও ভাংচুরের খবর শোনে ঘটনাস্থলে গিয়ে পরিরিস্থতি নিয়ন্ত্রনে আনি ও ইফতার মাহফিল বন্ধ রাখতে নির্দেশ দেই।##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।