Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের কাছ থেকে জব্দ করা সমরাস্ত্র ফের ইউক্রেনের বিরুদ্ধেই নামাচ্ছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ২:৪৭ পিএম

যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ক্ষতিগ্রস্ত ট্যাংক, সাঁজোয়াসহ অন্যান্য সামরিক যান দখল করে পুনরায় যুদ্ধে ব্যবহার উপযোগী করে তুলছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রুশ ফ্রন্ট লাইনের কাছে অবস্থিত মেরামত ঘাঁটিতে যানগুলো মেরামতের পর তা ডনবাসের দোনেৎস্ক ও লুহানস্কের মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের কাছে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, একটি বিটিআর-৮০ সাঁজোয়া যানের ইঞ্জিন প্রতিস্থাপন করতে রুশ সেনাদের সময় লেগেছে মাত্র আট ঘন্টা।
ঘাঁটিটি রাশিয়ার সামরিক সরঞ্জাম মেরামতের জন্য স্থাপিত হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা জব্দ করা ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম মেরামতের ওপর বিশেষ মনোযোগ দিয়েছে। এ পর্যন্ত তারা ট্যাংক, সাঁজোয়াসহ ১২টিরও বেশি যানবাহন পুনরুদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
রুশ সামরিক বাহিনীর দাবি, পুনরুদ্ধারকৃত বাহনগুলো রাশিয়ার অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল দ্বারা আঘাত করা হয়েছিল।
সামরিক সরঞ্জাম পুনরুদ্ধারের এই উদ্যোগ রাশিয়ার জন্য নতুন নয়।
মার্চের শেষের দিকে ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর (জিইউআর) দাবি করেছিল, চলমান আগ্রাসনে ইউক্রেনের যে সমস্ত সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধারের মাধ্যমে আবারও ব্যবহার উপযোগী করে তোলার কাজ শুরু করেছে রুশ বাহিনী।
জিইউআর বলছে, "যানবাহনগুলো থেকে মূল্যবান ধাতু সম্বলিত অপটিকাল এবং ইলেকট্রনিক্স ডিভাইস চুরি হয়েছে।" সেইসঙ্গে, ৪র্থ পদাতিক ডিভিশনের অনেকগুলো ট্যাংক সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে এবং কিছু বাহনে ইঞ্জিন ছিলনা বলে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে।
প্রায় ২ মাস ধরে ইউক্রেনে চলতে থাকা রুশ বাহিনীর আগ্রাসনে উভয় পক্ষই ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, এ পর্যন্ত রাশিয়ার ৭৭৩টি ট্যাংক, ২,০০২টি সাঁজোয়া যান, ১৪৬টি হেলিকপ্টার, ৩৭৬টি আর্টিলারি সিস্টেমসহ হাজারখানেক রুশ সেনাকে বন্দী করেছে তারা। তবে ইউক্রেনের এমন দাবি আমলে নিচ্ছে না রাশিয়া।
এছাড়া, জ্বালানি ঘাটতি এবং অন্যান্য সমস্যার পড়ে অনেক রুশ সেনা ইউক্রেনে তাদের যানবাহন ফেলে চলে গেছে বলে দাবি ইউক্রেনীয় সেনাদের।
ইউক্রেনীয়রা মিডিয়ায় রাশিয়ার পরিত্যাক্ত এই যানগুলোকে 'ট্রফি' বা পুরস্কার হিসেবে উল্লেখ করা হচ্ছে। সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া নিজেই এখন ইউক্রেনীয় সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে।
তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের তুলনায় রাশিয়া যেকোনো ধরনের সামরিক সরঞ্জাম ও সেনা সদস্য বা জনশক্তির দিক দিয়ে যোজন যোজন এগিয়ে। গ্লোবাল ফায়ারপাওয়ার ২০২১ সালের বার্ষিক র‌্যাংকিং অনুসারে, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সক্ষমতায় বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রাশিয়া বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক সামরিক ট্যাংকের মালিক। সূত্র: জেরুজালেম পোস্ট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ