Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ২:৩৯ পিএম

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়ে ট্রাকের চাপায় প্রাণ হারালেন বিমল চন্দ্র রায় (৪৬) নামের এক স্কুল শিক্ষক। শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক বিমল চন্দ্র রায় দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের মৃত ধলুর ছেলে। তিনি সদরের গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দিনাজপুরের ভূষিরবন্দরে বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান শেষে দিনাজপুর-দশমাইল মহাসড়কে মোটরসাইকেলে করে বিমল চন্দ্র রায় বাসায় ফেরার পথে দিনাজপুর শহরের দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় একটি অটোরিকসা তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান বিমল চন্দ্র রায়। এসময় দশমাইল থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে প্রাণ হারান তিনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তার লাশ উদ্ধার করে। কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য স্কুল শিক্ষকের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলশিক্ষক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ