মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় অনেকে হতাহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এএন-২৬ বিমান। এটি ইউক্রেনের বিমান বাহিনীর সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করা হতো।
জাপোরিঝঝিয়া আঞ্চলিক সেনা প্রশাসন জানিয়েছে, এএন-২৬ বিমানটি জাপোরিঝঝিয়ার ভিলনিয়া বিভাগে শুক্রবার সকালে বিধ্বস্ত হয়।
সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।
এদিকে গত শনিবার বিমান বিধ্বংসী হামলা চালিয়ে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সামরিক সরঞ্জাম পরিবহণকারী একটি বিমান ভূপাতিত করেছিল। সেই বিমানটিতে পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছিল।
নতুন করে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার হামলার কারণেই ভূপাতিত হওয়ার পর বিধ্বস্ত হয়েছে কিনা এ বিষয়টি নিশ্চিত নয়।
তবে রাশিয়া কয়েকদিন ধরেই জানিয়ে আসছে তারা ইউক্রেনের সামরিক স্থাপনা ও অস্ত্র গোলাবারুদের ওপর হামলা চালাবে। সূত্র: বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।