মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ আগামী সপ্তাহ থেকে খুলে দেয়া হবে। করোনা ভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ রোধে প্রায় দুই মাস আগে নামাজ দায় বন্ধ করে দেয়া হয় মুসলমানদের তৃতীয়তম পবিত্র এই স্থানটি। ঈদের পর থেকে মসজিদটির বহিরাঙ্গনে ফের নামাজ আদায় করতে দেয়া হবে মুসুল্লিদের।
মঙ্গলবার মসজিদের কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ এক বিবৃতিতে এমনটা জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি ও গাল্ফ নিউজ।
কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি করোনা সংক্রমণ কম হওয়ার তথ্য বিবেচনায়, ঈদ-উল-ফিতর শেষে মসজিদটি খুলে দেয়া হবে।
এ বিষয়ে পরবর্তীতে বিস্তৃত ঘোষণা দেয়া হবে। মসজিদের বহিরাঙ্গনে নামাজের অনুমোদন দেয়া হলেও, ভেতরে প্রবেশের অনুমোদন দেয়া হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।
প্রসঙ্গত, গত ১৫ই মার্চ মসজিদটিতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।