Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো বড় ধরনের সঙ্ঘাতে জড়াল ইসরাইল-ফিলিস্তিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১২:৩০ এএম

গত বছরের ১১ দিনের যুদ্ধের পর আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ইসরাইল ও ফিলিস্তিন। সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি বিদ্রোহীরা বৃহস্পতিবার গাজা থেকে ইসরাইলের উদ্দেশে রকেট ছোড়ে। এর জবাবে ইসরাইল আকাশপথে হামলা চালায়। এর আগে বুধবার সন্ধ্যায় গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দেরও শহরের একটি বাগানে রকেট পড়ে। তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় ইসরাইলি পুলিশ। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাতে ফ্রান্স২৪ জানিয়েছে, ইসরাইল এর জবাবে মধ্যরাতে গাজার মধ্যাঞ্চলে প্লেন-হামলা চালায়। পালটা পদক্ষেপে ফিলিস্তিনি বিদ্রোহীরা অন্তত চারটি রকেট ছোড়ে বলে জানা গেছে। ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় একটি সামরিক স্থাপনা এবং রকেটের ইঞ্জিন তৈরির কাঁচামালের মজুদ থাকা একটি টানেল লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা শাসনকারী ইসলামপন্থি হামাস বলছে, তারা ইসরাইলি উড়োজাহাজ লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য রকেট ছুড়েছে। এদিকে, মুসলিমদের পবিত্র মাস রমজানের পাশাপাশি ইহুদিদের পাসওভার উৎসবের কারণে উত্তেজনা আরও তীব্র রূপ ধারণ করেছে। মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ইসরাইলে ফিলিস্তিন ও ইসরাইলি আরবদের চারটি ভয়াবহ হামলায় ১৪ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এদিকে, গত ২২ মার্চ থেকে ইসরাইলি হামলায় মোট ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উত্তেজনা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে সবকিছু করতে উভয়পক্ষের ওপর চাপ তৈরিতে তিনি তাদের সাথে যোগাযোগ রাখছেন। নিউইয়র্কে গুতেরেসের মুখপাত্রের বিবৃতিতে এ কথা বলা হয়েছে। ফ্রান্স২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো বড় ধরনের সঙ্ঘাতে জড়াল ইসরাইল-ফিলিস্তিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ