Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে আবারো করোনা বিধিনিষেধ আরোপ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ৯:৪৩ এএম

ভারতে করোনা সংক্রমণ পুনরায় বাড়তে শুরু করায় ফিরছে বিধিনিষেধ। বিশেষ করে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশে করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বুধবার জরুরি বৈঠক করে রাজধানীতে আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানার নির্দেশনাও পুনরায় চালু করা হয়েছে।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, রাজস্ব মন্ত্রী কৈলাশ গেহলট ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ স্কুল, বাজার ও অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে চলতে নির্দেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কর্তৃপক্ষ সংক্রমণের বিস্তার রোধ করতে মেট্রো স্টেশন, বাজার এবং অন্যান্য সর্বজনীন স্থানে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং কোভিড-১৯ প্রটোকল প্রয়োগ করতে বাজার এবং অন্যান্য জনাকীর্ণ স্থানে প্রচার অভিযান চালানো হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিয়ে অনুষ্ঠান ও বিক্ষোভের মতো সামাজিক জমায়েতের ওপর নজর রাখতে বলা হয়েছে।
দিল্লিতে মঙ্গলবার ৬৩২টি কোভিড-পজিটিভ কেস নথিভুক্ত হয়েছে। বুধবার এখানে সংক্রমণ হার ছিল ৪ দশমিক ৪৩ শতাংশ। বর্তমানে এখানে এক হাজার ২৭৪জন রোগী হোম আইসোলেশনে রয়েছে এবং দিল্লিতে ৬২৫টি কন্টেনমেন্ট জোন রয়েছে।
অন্যদিকে ভারতে বুধবার ২ হাজার ৬৭টি নতুন কোভিড কেস রিপোর্ট করা হয়। সে হিসাবে মঙ্গলবার থেকে একদিনের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়েছে ৬৫ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতে, দেশে করোনার সক্রিয় কেস ১২ হাজার ৩৪০ জনে দাঁড়িয়েছে।
সরকারিভাবে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৪০ জন মারা যাওয়ার তথ্য জানানো হয়েছে। এর মধ্যে কেরালায় ৩২ জনের (ব্যাকলগ) মৃত্যু অন্তর্ভুক্ত রয়েছে। দৈনিক শনাক্ত হার দশমিক ৪৯ শতাংশ রেকর্ড করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ