Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে অপহরনের পর চাঁদা আদায় চক্রের পাঁচ সদস্য আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ৩:৩০ পিএম

রাজশাহীতে অপহরণের পর চাঁদা আদায় চক্রের নারীসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সোহেল রানা (২৪) নামে এক শিক্ষার্থী বাড়ি ভাড়া নিতে চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরিফা আক্তার সাথী (২৭) তার সাথে যোগাযোগ করেন। এবং তাকে বাড়ি দেখানোর নাম করে কৌশলে নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। এসময় চক্রের অন্য সদস্য মাসুম শেখ (৩৮), আশিক আলী (২৩), মুনতাসির আলী (২৯), ও পলাশ (২৭) শরিফা আক্তারের সাথে যোগ দিয়ে সোহেল রানাকে মারধর করে এবং জোরপূর্বক শরিফার সাথে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে। এসময় তাকে পুলিশের ভয় ভিতি দেখিয়ে ১৪ হাজার ৯০০ টাকা আদায় করে। পরে ভিকটিম পুলিশের কাছে অভিযোগ করলে ডিবি পুলিশের একটি দল চক্রটির ৫ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পুলিশের ওয়াকিটকির মতো দেখতে ওয়ার লেস, পুলিশের জুতা, চাকু, নগদ ৩ হাজার ২শো টাকা উদ্ধার করে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, ঈদের সময় এমন প্রতারক চক্র ফাঁদ পেতেছে নগরীর বিভিন্ন স্থানে। পুলিশ এসব ঘটনা বন্ধ করতে তৎপর রয়েছে। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ