মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের সাংহাইয়ে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। মঙ্গলবার নতুন করে আরো সাতজন করোনায় মারা গেছে। সাংহাই কর্তৃপক্ষ সোমবার প্রথম করোনায় মৃত্যুর কথা ঘোষণা করে। মঙ্গলবার সরকারি হিসেবে এ সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।
সাংহাই সিটি করপোরেশন জানিয়েছে, এক সপ্তাহ ধরে নগরীতে লকডাউন চলছে। তবু করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। লকডাউন ঘোষণার পর গতকাল প্রথম তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল সিটি করপোরেশন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সাংহাই মিউনিসিপ্যাল হেলথ কমিশন বলেছে, মঙ্গলবার মারা যাওয়া সাতজনের বয়স ৬০ থেকে ১০১ বছরের মধ্যে। এরা প্রত্যেকেই হৃদরোগ ও ডায়াবেটিসের মতো জটিল রোগে ভুগছিলেন।
বেইজিং জানিয়েছে, ‘শূন্য করোনা’ নীতি, লকডাউন, গণপরীক্ষা, দীর্ঘ কোয়ারেনটাইন ইত্যাদির কারণে মৃত্যুহার কমানো সম্ভব হয়েছে। তবে দেশটির সরকার প্রচারিত মৃত্যুর সংখ্যা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। কারণ চীনে বয়স্ক ব্যক্তিদের করোনার টিকা প্রদানের হার খুব কম। গত রোববার সাংহাইয়ের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে দুই-তৃতীয়াংশেরও কম মানুষ দুটি ডোজ পেয়েছেন এবং বুস্টার ডোজ পেয়েছেন ৪০ শতাংশেরও কম।
এদিকে হংকং জানিয়েছে, জানুয়ারিতে করোনার ওমিক্রন ধরনের ব্যাপক বৃদ্ধির পর অন্তত ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২০ হাজার জন আক্রান্ত হয়েছেন, যাদের বেশির ভাগই উপসর্গহীন।
সাংহাইয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ বাস করেন। গত মার্চ থেকে সেখানে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে এবং দৈনিক সংক্রমণ ২৫ হাজারে গিয়ে দাঁড়ায়। এরপর শহরটিতে লকডাউন ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।