গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা দুটি ঘটে।
যাত্রাবাড়ীতে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহিম কাজী যাত্রাবাড়ীর কাজলার বাসিন্দা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাতুয়াইল হাসেম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আব্দুর রহিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মহাখালীর আমতলীতে বাসের ধাক্কায় এক নারী (৫৫) নিহত হয়েছেন। নিহত বিলকিস ময়মনসিংহের ভালুকার বাসিন্দা।
তিনি গোপীবাগে এক আত্মীয়ের বাসায় যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। রাত ৮টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিলকিস।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।