Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরদোগানের অনুরোধে মসজিদ থেকে জিম্মিদের উদ্ধার করল রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ৯:৫১ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অনুরোধে ইউক্রেনের মারিউপোলের মসজিদ থেকে জিম্মিদের উদ্ধার করেছে রাশিয়া। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল শহরের মসজিদ থেকে জিম্মিদের উদ্ধার করেছে রাশিয়ান সেনারা। এ সকল (মুসলিম) ব্যক্তিদের মসজিদে আটক করে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশেনকভ জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অনুরোধে এ বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে (মুসলিম) জিম্মিদের বন্দী করে রাখা ২৯ উগ্রবাদী ও বিদেশী যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
জেনারেল ইগর কোনাশেনকভ আরো বলেন, সাবেক সোভিয়েত রাশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলোর সংগঠন ‘কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস’-এর (সিআইএস) একটি সদস্য দেশের নাগরিকরা এখানে জিম্মি ছিল। সূত্র : আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ