Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পবিত্র আল আকসা রক্ষায় মুসলিমদের পাশে লড়বে খ্রিষ্টানরাও’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ৯:২৭ এএম

মুসলমানদের পাশাপাশি খ্রিষ্টানরাও আল আকসা মসজিদ রক্ষায় জীবন দেবে। কোনোভাবেই এই মসজিদের নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের হাতে দেওয়া হবে না। গত শনিবার ওয়ার্ল্ড পপুলার অর্গানাইজেশন ফর জেরুজালেম জাস্টিস অ্যান্ড পিসের প্রধান ফাদার ম্যানুয়েল মুসাল্লাম এই কথা বলেছেন। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মুসাল্লাম তাঁর বক্তব্যে জেরুসালেম রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, ‘আল-আকসা মসজিদ এবং পুরোনো জেরুসালেমের পবিত্র সমাধি ও চার্চের চারপাশে মাথা উঁচু করেই শক্তিশালী মনোভাব নিয়েই আমরা তাঁদের প্রতিহত করব। আমরা কোনোভাবেই এই পবিত্র স্থানগুলোর চাবি ইসরায়েলের কাছে হস্তান্তর করব না।’
এ সময় মুসাল্লাম সতর্ক করে দিয়ে বলেন, ‘এই মুহূর্তে নীরব থাকার মানে হলো- ভবিষ্যতে আল-আকসা মসজিদ রক্ষায় আমাদের যে অধিকার তা নষ্ট করা। এই মুহূর্তে আল আকসা মসজিদ হলো- এই বিষয়ে পরিস্থিতি গভীরভাবে উপলব্ধি করা ও না করার মধ্যবর্তী সীমারেখা।’
ফিলিস্তিনের প্রবীণ এই খ্রিষ্টান নেতা বলেছেন, খ্রিষ্টানরা মুসলমানদের জন্য আল-আকসা মসজিদকে রক্ষা করবে এবং মুসলমানরা খ্রিষ্টানদের জন্য চার্চ অব হলি সেপুলচারকে রক্ষা করবে। তিনি বলেন, ‘আমরা সবাই একই জাতি ও একই সংস্কৃতির। আল-আকসা তোমাকে ডাকছে এবং ফুঁপিয়ে কাঁদছে। এর আহ্বানকে ব্যর্থ করো না।’ সূত্র : মিডল ইস্ট মনিটর



 

Show all comments
  • Lutfullah Ansary ১৮ এপ্রিল, ২০২২, ১২:৫৪ পিএম says : 0
    Raises his voice, Every Muslim from different country of the world. Allaho Akbar
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ