বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের নান্দাইলে দেশীয় অস্ত্র সহ ৭ ডাকাত কে আটক করেছে পুলিশ।
রোববার তাদের আটক করা হয়।
জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে উপজেলার চৌরাস্তা -কেন্দুয়া রাস্তার দক্ষিণ বাশঁহাটি নামক স্থানে আবু জাহেদের ফিশারির ঘরের ভিতরে অস্ত্র সহ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক জাবেদ এর নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থল থেকে অস্ত্র সহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আবু জাহেদ (২৮) চন্ডিপাশা ইউনিয়নের বাশঁহাটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহ আলম কিবরিয়া(৪৩) ইব্রাহিম আকন্দের ছেলে সাকিব আকন্দ, আবিদ হোসেনের ছেলে খলিলুর রহমান(১৯) সাইদুল ইসলামের পুত্র হৃদয় হাসান(২০) আবুল কাশেমের ছেলে নাইমুল ইসলাম, মুজিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। এসময় আটককৃতদের নিকট থেকে ২টি ছুরি, ২টি দা, ২টি চাইনিজ চাকু, ৬টি এন্ড্রয়েড মোবাইল সহ ১০টি মুঠো ফোন, ১টি কুড়াল, নগদ ৬০হাজার টাকা উদ্ধার করা হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ বলেন, উপজেলায় মাদক, চুরি ও ডাকাতি সহ সকল প্রকার আইনশৃঙ্খলার পরিস্থিতির কার্যকলাপ রোধে আমাদের নিয়মিত নজরদারি থাকায় ডাকাতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।