এডিট করা যাবে পাঠানো মেসেজ! অতি প্রয়োজনীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
অ্যাপেল কিংবা টেলিগ্রামের মতো অ্যাপগুলিতে মেসেজ পাঠিয়ে দেয়ার পরও তাতে কোনও ভুল থাকলে এডিট করা
গ্রুপ ভয়েস কলের আপডেটসহ নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ জানায়, নতুন আপডেটের ফলে গ্রুপ ভয়েস কলে ৩২ জনকে যোগ করা যাবে। এছাড়াও ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ারিং করার সুবিধা শিগগিরই যুক্ত হচ্ছে।
এখন হোয়াটসঅ্যাপে মাত্র ৮ জন মানুষকে নিয়ে গ্রুপ ভয়েস কল করা যায়। অন্যদিকে হোয়াটসঅ্যাপে ১জিবির বেশি কোনো ফাইল শেয়ার করা যায় না। নতুন আপডেটের ফলে ৮ জনের পরিবর্তে ৩২ জন ও ১ জিবি ফাইলের পরিবর্তে ২ জিবি ফাইল শেয়ার করা যাবে।
এছাড়া সিকিউরিটি ইস্যুতে আরও একটি নতুনত্ব আনছে হোয়াটসঅ্যাপ। এর ফলে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটররা যেকোনো চ্যাট ডিলিট করতে পারবেন। ডিলিট করা সেই চ্যাটটি গ্রুপের কোনো সদস্য দেখতে পাবেন না।
এ নিয়ে মার্ক জুকারবার্গ বলেন, ‘আমরা হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করতে চাচ্ছি যেখানে গ্রুপ চ্যাট অর্গ্যানাইজ করা যাবে। সেখানকার সব তথ্য খুঁজে পাওয়া যায়। এবার একটা কমিউনিটির ভিতরেই বিভিন্ন গ্রুপকে জুড়ে দেওয়া যাবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একটা স্কুলের বিভিন্ন ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো এবার একটা কমিউনিটির আন্ডারেই থাকতে পারবে, যেখানে স্কুলের অ্যাডমিনদের তরফ থেকে বিভিন্ন আপডেট এবং জরুরি তথ্য জেনে নিতে অভিভাবক ও পড়ুয়াদের সুবিধা হবে।’
মার্ক জুকারবার্গ আরও যোগ করে বললেন, ‘এর পাশাপাশিই আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোর জন্যও নতুন ফিচার্স যোগ করছি। তার মধ্যে উল্লেখযোগ্য হল মেসেজ রিঅ্যাকশন, বড় ফাইল শেয়ার করা এবং একটা গ্রুপ কলে আরও অনেক মানুষকে যোগ করার সুবিধা।’
ধীরে ধীরে এই ফিচারগুলো একে একে আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ চেষ্টা করছে আরও একটি অপশনও যোগ করতে। যার মাধ্যমে একাধিক গ্রুপকে একটি কমিউনিটির অধীনে আসা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।