Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ৬:০৩ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে। আজ শনিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার মালির অংক এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ জানান, মদিনা সুইটমিটে অভিযান কালে দেখা যায় রাস্তার পাশে উন্মুক্ত ভাবে জিলাপি ভাজা হচ্ছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে উন্মুক্ত ভাবে রাস্তার পাশে বিক্রির জন্য প্রদর্শন করায় ৩ হাজার টাকা এবং চানু আইসক্রিম কারখানার কোন প্রকার লাইসেন্স গ্রহণ না করে দীর্ঘদিন ধরে আইসক্রিম, মাঠা, ঘি, উৎপাদন ও বাজারজাত করে আসছে। খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ