বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় হাফ ডজন মামলার আসামী বগুড়া শহর ২০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সহ ৪ ডাকাতকে অস্ত্র সহ জনগণের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করার সরঞ্জাম ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (১৫ এপ্রিল) গ্রেফতারকৃতদের নামে পুলিশ বাদী হয়ে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া শহরের২০ নং ওয়ার্ডের বুজরুকবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বগুড়া শহর২০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন (৪০), তার ছোট ভাই বগুড়া শহর ২০ নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুল হাকিম (৩১) একই এলাকার মৃত স্বপন ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম আগুন (২৮) এবং বগুড়া সদরের ভাটকান্দি এলাকার রাকিবুল ইসলাম (১৮)। পুলিশ জানায় এদের নামে বগুড়া সদর থানায় ডাকাতি অস্ত্রসহ হাফ ডজন মামলা রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারেন কালিবালা এলাকায় গ্রামের রাস্তায় ১০-১২ জন যুবক সমবেত হয়েছে। দ্রুত পুলিশ সেখানে গেলে পুলিশ দেখে ওই যুবকরা দৌড়ে পালানোর চেষ্টা করে।এসময় পুলিশ ৪ জনকে আটক করে। পরে তাদের হেফাজত থেকে ৪টি হাসুয়া, ৬টি বাঁশের লাঠি, দড়ি স্কচটেপ উদ্ধার করে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজন মিয়া জানান, গ্রেফতারকৃত ৪ জন ছাড়াও আরো ১০-১২ জন যুবক ডাকাতি করার জন্য কালিবালা এলাকায় সমবেত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি ছাড়াও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হাকিমের নামে ৫টি, আগুনের নামে ৫টি মুক্তারের নামে ১টি এবং রাকিবুলের নামে ১টি করে মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।