Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইন্দুরকানীতে ২ বাড়িতে চুরি

সাংবাদিক সহ ১০ জন হাসপাতালে ভর্তি

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২২, ৩:২৪ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে অচেতন করে ২ বাড়িতে দুর্ধর্ষ চুরি। অচেতন অবস্থায় ১০জন হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের অবসরপ্রাপ্ত ভুমি অফিসার আনোয়ার হোসেন শেখ ও অবসর প্রাপ্ত কৃষি উপ-সহকারী আঃ জব্বার এর বাড়ীতে খাবারের মধ্যে অচেসতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা সহ কয়েকলক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এতে অজ্ঞান হয়ে আনোয়ার হোসেন (৯০), শেখ হেলাল (৪৫), নাসরিন নাহার (৪০), নাফিস মাহমুদ (২০), আঃ জব্বার গাজী (৬৫), শাকিল গাজী (৫০), দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন বাবু (৩৫), হালিমা বেগম (৫৫), সুরাইয়া বেগম (৩৫), জাকিয়া নাসরিন পপি (২৬) পিরোজপুর সদর ও ইন্দুরকানী হাসপাতালে ভর্তি রয়েছে। মোঃ কামাল শেখ জানান, আমাদের ঘরে সকলকে অচেতন করে স্ট্রিল আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকর ও নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক বলেন খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ