মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত পশ্চিম তীরে দুই দিনে পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের অভ্যন্তরে ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে চালানো অভিযানে এ সব ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করা হয়। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার তিন ফিলিস্তিনিকে হত্যার পর বৃহস্পতিবার আরও দুইজনকে হত্যা করে ইসরায়েলের সেনারা।
ইসরায়েলের সেনাবাহিনী ১৪ বছর বয়সি কিশোর নিহত হওয়ার বিষয়ে জানায়, সে পেট্রোল বোমা ছুড়ে মারার কারণে সেনারা ‘তাৎক্ষণিকভাবে হুমকি মোকাবিলায় গুলি ছুড়তে বাধ্য হয়েছেন’।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন নিহত হন। তিনি ৩৪ বছর বয়সি আইনজীবী মোহাম্মদ আসাফ। এ ছাড়া রামাল্লায় ইসরায়েলি সেনাদের অভিযানের সময় সংঘর্ষে অপর এক ব্যক্তি নিহত হন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানান।
গত কয়েকদিনে ইসরায়েলের অভ্যন্তরে বেশ কিছু হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ ইসরায়েলি নিহত হন। এর পর থেকে অধিকৃত পশ্চিম তীরজুড়ে অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনারা। গ্রেপ্তার করা হচ্ছে ফিলিস্তিনিদের, হত্যার শিকার হচ্ছেন অনেকেই।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ইসরায়েল অন্তত ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।