Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার চাঁদে অভিযানের ঘোষণা পুতিনের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ৪:৫৮ পিএম

মঙ্গলবার নিজের বহু আঙ্খাক্ষিত পরিকল্পনার কথা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ান স্পেস এজেন্সি এবার মহাকাশে অভূতপূর্ব, কঠোর মিশন শুরু কররতে চলেছে।

খবর অনুযায়ী, পুতিন চলতি বছর শেষের আগেই চাঁদে মানুষ ছাড়াই একটি যান পাঠাতে চলেছেন। লুনা ২৫ মিশন-এর পরিকল্পনা ২০১৬ সাল থেকেই চালাচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্ট। কিন্তু ক্রমাগত এই মিশন লঞ্চের তারিখ পিছিয়ে ২০১৮ সাল থেকে ফের ২০২১ হয়। বর্তমানে শোনা যাচ্ছে যে করে হোক এই বছরই চাঁদে পা রাখবে রুশি হাইটেক যান।

ইউক্রেনে অভিয়ান শুরু হতেই আমেরিকা, ইউরোপের কিছু দেশের বিরোধিতার মুখে পড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আলাদা হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পুতিন। রাশিয়া বিশ্বমঞ্চে স্পষ্ট জানায়, নাসা এবং অন্যান্য ইওরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে কাজ করবে না তারা। ২৩ বছরের সমঝোতা শেষের ঘোষণার সঙ্গেই আন্তর্জাতিক স্পেস স্টেশনের অস্থিত্ব ঘিরে আশঙ্কা তৈরি হয়।

তবে রুশ মহাকাশ গবেষণাকেন্দ্র রসকসমস এর মহানির্দেশক দিমিত্রি রোগোজিন জানিয়েছেন, এর প্রভাব রুশ গবেষণায় পড়বে না। শীঘ্রই চাঁদে পাড়ি দেওয়া যানের টাইম টেবল পুতিনের হাতে তুলে দেওয়া হবে। ইউক্রেন হামলার পর রাশিয়া আসলে পশ্চিমী দেশগুলির ব্যানের জবাব দিতেই এই পদক্ষেপ নিচ্ছে বলে দাবি আন্তর্জাতিক মহলের। পুতিনের এই স্টান্ট মহাকাশ গবেষণায় আবারও আরেকটি চমক দেবে বলে দাবি রুশ বিজ্ঞানীদের। সূত্র: ওয়াল স্ট্রীট জার্নাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ