মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতালির মিলানের কেন্দ্রীয় রেলস্টেশনের কাছে সরকার বিরোধী বিক্ষোভ করেছে প্রায় এক হাজার শ্রীলঙ্কান নাগরিক। এ সময় তারা লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের কুশপুত্তলিকা দাহ করে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্নাকুলসুরিয়া নিসাসা নামের এক শ্রীলঙ্কান সমাজকর্মী সেই বিক্ষোভ ইভেন্টের লাইভ করেছেন। সেখানে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘যাও গোতা যাও’ স্লোগান দিচ্ছেন এবং কুশপুত্তলিকা দাহ করছে। এ সময় চীন বিরোধেী স্লোগানও দেয় তারা।
বিক্ষোভে শ্রীলঙ্কার বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ অংশ নিয়েছে। তাদের মধ্যে ছিল ইতালিস্থ শ্রীলঙ্কান বৌদ্ধ, লঙ্কান ইসলামিক ফোরাম অব মিলান, মুসলিম অ্যাসোসিয়েশন অব শ্রীলঙ্কা ইন নর্থ ইতালি এবং আরও বেশ কয়েকটি গোষ্ঠী। তারা রাজাপাকসেকে দুর্নীতিবাজ ও দেশবিরোধী বলে আখ্যা দেন। সূত্র : এএনআই
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।