Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া অবশ্যই কিয়েভ দখলে নিবে : রমজান কাদিরভ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:২৭ পিএম

রাশিয়ান বাহিনী কেবল ইউক্রেনের মারিউপোল বন্দরই নয়, একই সঙ্গে রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতে আক্রমণ করবে। আজ সোমবার (১১ এপ্রিল) ভোরে এ কথা জানিয়েছেন রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের শক্তিশালী প্রধান রমজান কাদিরভ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নিজের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন রমজান কাদিরভ। সেখানে তিনি বলেন, ‘তারা (রুশ বাহিনী) আরও আক্রমণাত্মক হবে। কেবল মারিউপোল নয়, অন্যান্য জায়গা, শহর এবং গ্রামেও। লুহানস্ক এবং ডোনেটস্ক, আমরা প্রথমে সম্পূর্ণরূপে মুক্ত করবো। তারপর কিয়েভ এবং অন্য সব শহরও দখলে নিয়ে নেবো।’

নিজেকে প্রায়ই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মুখসারীর সৈনিক হিসেবে বর্ণনা করেন কাদিরভ। চেচনিয়া প্রজাতন্ত্রের এই নেতা বলেন, ‘কিয়েভ দখল নেওয়া সম্পর্কে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, এই পদক্ষেপ থেকে এক কদমও পেছনে ফেরা হবে না।’

কাদিরভকে বার বার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। তবে তিনি তা অস্বীকার করে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ