Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোল্যান্ডের পাল্টা শোধ নিল রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:৫৯ পিএম

গুপ্তচরবৃত্তির অভিযোগে গত মাসে ৪৫ জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছিল পোল্যান্ড। তার জের ধরে এবার একই সংখ্যক অর্থাৎ ৪৫ জন পোলিশ কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে মস্কো।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। গত ২৩ মার্চ পোল্যান্ড থেকে রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কারের ‘অযৌক্তিক’ পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে মস্কোতে পোলিশ রাষ্ট্রদূতকে তলব করার কথাও জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ব্যাপারে রুশ পররাষ্ট্র বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক অবনতির জন্য পোল্যান্ডই দায়ী, কারণ তারা বিনাকারণে আমাদের কূটনীতিকদের বহিষ্কার করেছে। সূত্র : আনাদোলুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ