গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে ডায়রিয়ার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। ডায়রিয়া রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। প্রতি ঘণ্টায় প্রায় ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন বিশেষায়িত হাসপাতালটিতে।
শনিবার (৯ এপ্রিল) আইসিডিডিআর,বির গণসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে ৪৩ হাজারেরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন৷ এর মধ্যে মার্চ মাসে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৫০০৷ আর চলতি মাসে প্রতিদিন গড়ে এক হাজার ৩০০'র বেশি রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন৷ ৮ এপ্রিল ভর্তি হয়েছেন এক হাজার ৩৮২ জন৷ এখন প্রতি ঘণ্টায় ওই হাসপাতালে প্রায় ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন৷
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরে দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন লাখেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন৷ কতজন মারা গেছেন সেই তথ্য নেই সংস্থাটির কাছে। তবে মহাখালী কলেরা হাসপাতালেই ২৯ জন মারা গেছেন বলে জানা গেছে।
কলেরা হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম সংবাদমাধ্যমকে জানান, ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ার পর হাসপাতালের সামনে দুটি আলাদা তাঁবু করা হয়েছে৷ দুটি তাঁবুতে মোট শয্যা ১৫০টি৷ আর হাসপাতালে আছে ৪৫০টি৷ আরও কিছু রোগীকে অতিরিক্ত বেড করে জায়গা দেয়া হচ্ছে৷ এখন হাসপাতালে সার্বক্ষণিকভাবে কমপক্ষে ৬৫০ জন ডায়রিয়া রোগী ভর্তি থাকছেন৷
হাসপাতালের প্রধান বলেন, ‘প্রতি দিন এক হাজার ৩০০-এর বেশি রোগী এলেও সবাইকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে না৷ ২৪ ঘণ্টার মধ্যেই আমরা অনেক রোগীকে ফ্লুইড দিয়ে ‘স্ট্যাবল' করে ফেলি৷ এরপর চিকিৎসাপত্র দিয়ে বাসায় পাঠিয়ে দিই৷ আর যাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে তারাও চার-পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে যান৷ তবে এখন আমরা রোগী সামলাতে হিমশিম খাচ্ছি৷'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।