Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজবাড়ীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব

রাজবাড়ী সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ৩:২৯ পিএম

রাজবাড়ীতে হঠাৎ করেই বেড়ে গেছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৪২জন রোগী ভর্তি হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখাযায়, মেঝোতে গাদাগাদি করে ডায়রিয়া আক্রান্ত রোগীরা রয়েছে। সিট না পেয়ে এক রোগীকে গাছতলায় চিকিৎসা প্রদান করতে দেখা যায়।
রাজবাড়ী সদর হাসপাতাল সুত্রে জানাগেছে, শনি ও রবিবার দুপুর ১২ টা পর্যন্ত ৪২জন হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। গত ২৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেড় শতাধিক মানুষ চিকিৎসা নেন। হঠাৎ করেই গত ২৪ ঘন্টায় ডায়রিয়া প্রকোপ দেখা দেওয়ায় চিকিৎসা নিয়ে হিমসিম খেতে হচ্ছে।
রাজবাড়ী সদর হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. নিয়াজ আহম্মেদ জানান, ভালো ভাবে হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, পানি পানের ক্ষেত্রে সতর্ক থাকা সহ খাবার স্যালাইন বেশি বেশি খেতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়রিয়ার প্রকোপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ