Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি’, র‍্যাব সদস্যসহ আহত ৫

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১০:৩৯ এএম

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কাননে ‘মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে’ এক র‍্যাব সদস্যসহ চার জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। কুমিল্লার র‍্যাব-১১-এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মাদক ব্যবসায়ীদের আটক করতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায় যায়। মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষায় র‍্যাবও গুলি চালায়।

র‍্যাব বলছে, গোলাগুলির সময় এক র‍্যাব সদস্যসহ চার জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আরও এক ব্যক্তি আহত হন।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত র‍্যাব সদস্যের অবস্থা গুরুতর হওয়ার তাঁকে কুমিল্লা সিএমএইচ হাসপতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রায় ৫০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ