Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণহত্যার তদন্ত দাবি চীনের

তাইওয়ান যাচ্ছেন মার্কিন স্পিকার, কঠোর হুঁশিয়ারি বেইজিংয়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

ইউক্রেনের বুচা শহরে ভয়াবহ হত্যাকাতন্ডের তদন্ত দাবি করেছে চীন। তবে এর জন্য তারা কাউকে দায়ী করেনি। উল্টো সব পক্ষকে বিরত থাকার আহবান জানিয়েছে। অপ্রমাণিতভাবে কাউকে দোষারোপ করা এড়িয়ে যেতে বলা হয়েছে। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য উইক। এতে বলা হয়, ইউক্রেনের বুচা শহরে বেসামরিক লোকজনকে হত্যার যেসব ছবি প্রকাশিত হয়েছে চীন তাকে গভীর হতাশাজনক বলে অভিহিত করেছে। বলেছে, যতক্ষণ পূর্ণাঙ্গ সত্য উদঘাটন না হবে, ততক্ষণ কাউকে দায়ী করা উচিত হবে না। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সমালোচনা করতে বা নিন্দা জানাতে এর আগেই অস্বীকৃতি জানিয়ে এসেছে চীন। সারা বিশ্ব যখন দেখছে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের সময় বেসামরিক মানুষদের কিভাবে গণহত্যা করা হয়েছে, গণকবর আবিষ্কার করা হয়েছে- তারপরও প্রমাণের অপেক্ষায় থাকছে চীন। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে সব উদ্যোগ এবং মানবিক সঙ্কট সমাধানে গৃহীত পদক্ষেপ সমর্থন করে চীন। বেসামরিক লোকজনের যেকোনো রকম ক্ষতি প্রতিরোধে আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে একত্রে অব্যাহতভাবে কাজ করতে প্রস্তুত তারা। ঝাও লিজিয়ান বলেছেন, প্রকৃত সত্য এবং কারণ অবশ্যই যাচাই করতে হবে। অপরদিকে, মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পোলেসি আগামী সপ্তাহে তাইওয়ান সফরে যেতে পারেন। এমন খবর প্রকাশের পরই চীনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। চীন জানিয়েছে, পোলেসি তাইওয়ান সফরে গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে বলেও জানানো হয়। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। আর চীনের এমন দৃষ্টিভঙ্গির কারণেই বেইজিং ও মস্কোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে তাইওয়ানকে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে স্পিকার পোলেসি তাইওয়ান সফরে যাবেন কি না সে ব্যাপারে স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু জাপান ও তাইওয়ানের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, তার এই সপ্তাহের শেষে টোকিও সফরের পর এটি হতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে পরিচালিত সব ধরণের আনুষ্ঠানিক কার্যক্রমের বিরোধিতা করে বেইজিং। ওয়াশিংটনের উচিত এ সফর বাতিল করা। দ্য উইক, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ